স্মার্টনেস: জান্নাতুল ফেরদৌসী

https://www.khoborjal25.blogspot.com/

"স্মার্টনেস নিজের কাছে রাখো। বাহ্যিক মোহে নয়, অন্তরের আলোয় জ্বলো। স্রষ্টার সৃষ্টি হিসেবে প্রতিটি জীবকে সম্মান করো—মানুষ হোক বা প্রাণী, বড় হোক বা ছোট। তবে ভয় পেও না কাউকে, কারণ তুমি নিজেও একজন অনন্য সৃষ্টি। নিজের মূল্য নিজে বোঝো, আর কখনোই নিজেকে ছোট মনে কোরো না। আত্মবিশ্বাসের আলোয় হাঁটো, বিনয়ের ছায়া সাথে রাখো—তবেই তুমি হবে সত্যিকারের স্মার্ট।"

  • "স্মার্টনেস দেখাতে নয়, বোঝাতে হয় নিজেকে।"

  • "সবকিছুকে সম্মান করো, কাউকে ভয় নয়।"

  • "নিজেকে ছোট ভাবলে, বড় কিছু করা যায় না।"

  • "বিনয়ে মাথা নত করো, আত্মমর্যাদায় নয়।"

  • https://www.facebook.com/share/r/1Eu4ndwyyE/

    Post a Comment

    Previous Post Next Post