"স্রষ্টার সৃষ্টি বলেই তুমি যথেষ্ট"// জান্নাতুল ফেরদৌসী

https://www.khoborjal25.blogspot.com/

"স্রষ্টার সৃষ্টি বলেই তুমি যথেষ্ট"

তোমার ত্বকের রঙ, উচ্চতা, পরিবার, সম্পদ—এসবই স্রষ্টার অপূর্ব সৃষ্টি পরিকল্পনার অংশ। তোমার চোখের ভাষা, হাসির সৌন্দর্য, মন খারাপের গভীরতা—সবকিছুই তোমাকে আলাদা করে তোলে। পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই, আর হবেও না।

তাই নিজেকে ছোট ভাবার আগে একবার আয়নায় তাকাও—সেখানে যে মুখটি দেখছো, সে মুখে আছে সংগ্রামের চিহ্ন, ভালোবাসার ছাপ, আর স্বপ্নের দীপ্তি।

মানুষের কথায় নিজেকে মাপবে না। সমাজের মাপে নয়, নিজের আত্মার আলোয় নিজেকে চিনো। যে তোমাকে ছোট ভাবছে, সে নিজের চোখের সমস্যা বুঝতে ব্যর্থ।

তুমি সৃষ্টি হয়েছো এক মহাশক্তির পরিকল্পনায়। সেই শক্তি তোমাকে যথেষ্ট করে গড়েছে।

তোমার অস্তিত্বই প্রমাণ—তুমি মূল্যবান। আর তোমাকে ছোট ভাবার অধিকার কারো নেই।

💓💓💕

তোমার মূল্য কাউকে প্রমাণ করতে হয় না।
নিজের আত্মমর্যাদা বোঝো, কারণ তুমি এক অপূর্ব সৃষ্টি।
তোমার হাসি, তোমার কষ্ট, তোমার সংগ্রাম—সবকিছুই তোমাকে অনন্য করে তোলে।

🕊️ কাউকে ভয় পেও না।
🕊️ নিজেকে কখনোই ছোট ভেবো না।
🕊️ আর কাউকে এই অধিকার দিও না—তোমাকে ছোট ভাবার।

"স্রষ্টার সৃষ্টি বলেই তুমি যথেষ্ট—তোমাকে ছোট ভাবার অধিকার কারও নেই।"

তুমি যথেষ্ট; ঠিক যেমন তুমি।

https://www.facebook.com/share/r/1Auw1HUA4i/



Post a Comment

Previous Post Next Post