https://www.khoborjal25.blogspot.com/






"জগতের জ্বালা: এক অসহায় আত্মার নিবেদন"
কলামে: জান্নাতুল ফেরদৌসী
======================================================
#বিশ্ব যেন আজ এক বিরাট মৃত্যুপুরী। চারদিকে শুধু হাহাকার, রক্তের গন্ধ, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ। মন বলে ওঠে—এ কোন পৃথিবীতে জন্মেছি আমরা? এখানে কী মানুষের জীবন এতই তুচ্ছ, এতই সস্তা?
কখনও খবরের কাগজ খুললেই দেখি যুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, আবার কখনও দেখি প্রাকৃতিক দুর্যোগের নির্মম থাবা। মানুষের মুখে মুখে 'শান্তি' শব্দটি থাকলেও অন্তরে লুকিয়ে আছে ক্রোধ, লোভ আর ক্ষমতার নেশা। নিরীহ মানুষ, শিশু, নারী—কারোর নিরাপত্তা নেই। যেন প্রতিটি জীবন এক অনিশ্চয়তার জলে ভেসে চলেছে।
আমার হৃদয় ক্রমাগত চিৎকার করে ওঠে—কেন এত মৃত্যু? কেন এই অবিচার? কেন আমরা চুপ করে থাকি, যখন কেউ কোথাও ধ্বংস হচ্ছে? কোথায় মানবতা? কোথায় সহানুভূতি?
প্রতিদিনকার এমন বিভীষিকাময় খবরে আমার মন বিষণ্ন হয়। ঘুম ভেঙে যায় মাঝরাতে, চোখে ভেসে ওঠে রক্তাক্ত মুখ, বিস্ফোরণে উড়ে যাওয়া শিশুর দেহ, এক পিতার স্তব্ধ হয়ে যাওয়া চাহনি। মনে হয়, আমি কিছু করতে পারি না—এই অসহায়ত্ব আরও কষ্ট দেয়।
এই পৃথিবী কি আদৌ আমাদের ভালোবাসার যোগ্য? নাকি আমরাই তাকে এমন করে ফেলেছি?...........
" আমি আর পারি না..."
( একজন নিঃশব্দ সাক্ষীর আর্তনাদ )
আমি প্রতিদিন ভোরে জেগে উঠি,
কিন্তু আজকাল পাখির কুজন শুনি না—
তার বদলে শোনা যায় ধ্বংসের গর্জন,
একটা বিস্ফোরণ, এক বুক কান্না,
আরও এক শিশুর নিথর দেহ মাটির সঙ্গে মিশে গেছে।
আমি খবর দেখি, কিন্তু চোখ রাখতে পারি না।
এক মায়ের বুক ছেঁড়া চিৎকার—
"আমার সন্তানকে ফেরাও!"
কেউ শোনে না।
কারণ পৃথিবী এখন অনেক ব্যস্ত—
কারা গ্যাস পাচ্ছে, কারা অস্ত্র বানাচ্ছে,
কারা কতটা এলাকা দখল করল—
এইসব জরুরি।
মানুষ মরছে,
একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে—
আর আমরা চুপ করে চা খাই,
মোবাইল স্ক্রলে নামিয়ে দিই রক্তাক্ত মুখগুলো,
ভেবে নিই, “ওরা তো দূরের কেউ…"
কিন্তু কেউ কি দূরের?
আমার যদি সন্তান থাকত, আর সে যদি রক্তে ভেসে যেত—
তোমার কি একটুও কষ্ট হতো না?
আমি অসহায়, আমি ক্ষুব্ধ, আমি ভীত।
এই দুনিয়া কি আদৌ বেঁচে থাকার মতো?
এখানে ভালোবাসা নেই, নেই সাম্য, নেই করুণা।
আছে শুধু জুলুম, লোভ আর নিষ্ঠুরতা।
রাত জেগে ভাবি—
আল্লাহ কি আমাদের আর ভালোবাসেন না?
নাকি আমরাই এত পাপ করেছি,
যে দয়াও মুখ ফিরিয়ে নিয়েছে?
একটা ছেলেমেয়ে যুদ্ধের ভয়ে মায়ের আঁচল ধরে কাঁদে—
সে জানে না তার দোষ কী,
সে জানে না ধর্ম কী, রাজনীতি কী, ক্ষমতা কাকে বলে—
সে শুধু বাঁচতে চায়।
তবুও ওর ওপরই বোমা পড়ে।
কারণ এই দুনিয়ায় শিশু হওয়াটাও আজ অপরাধ।
আমি চোখ বন্ধ করলে আজকাল আর শান্তি পাই না।
আমি কাঁদি।
আমি জিজ্ঞেস করি—
এভাবে আর কত?
আর কতক্ষণ আমরা নীরব থাকব?
আর কত শিশুর লাশের উপর দিয়ে সভ্যতা এগোবে?
আমার বুক ফেটে যায়—
এই পৃথিবী কি কারও নয়?
👐
সবকিছু'র মালিক যিনি, দেখবেন তিনি.....
জুলুমের হবে বিনাশ ,ধৈর্য্য-সহ্য হবে না নাশ !!
12.04.2025
.jpeg)
An innovative and praiseworthy post against war and killing
ReplyDelete