পহেলা বৈশাখ: বাংলা নববর্ষ-১৪৩২ (2025)

https://www.khoborjal25.blogspot.com/
হেলা বৈশাখ: বাংলা র্ষ-১৪৩২
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🌺নতুন বছর, নতুন প্রত্যাশা — বাংলা ১৪৩২-এ স্বাগত! 🌸 

আবারও এলো বাংলা নববর্ষ। চারপাশে উৎসবের রঙ, পান্তা-ইলিশের ঘ্রাণ, আর মঙ্গল শোভাযাত্রার আনন্দ—সব মিলিয়ে এক চিরচেনা বাঙালিয়ানার অনুভব।
কিন্তু সত্যি কথা বলতে কি, দিনপঞ্জি বদলালেও জীবনের বাস্তবতা ঠিক একই রয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাগরিক জীবনের চাপ, এবং মানবিক মূল্যবোধের অভাব — এগুলোই আমাদের প্রতিদিনের লড়াই।
এই নববর্ষে শুধু সাজগোজ বা খাওয়া-দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে যদি আমরা একটু ভিন্ন কিছু ভাবি? যদি আমরা প্রতিজ্ঞা করি— 

🔸 প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াব
🔸 নিজের দায়িত্ব নিজে পালন করব
🔸 অল্পে তুষ্ট থাকতে শিখব
🔸 প্রকৃতিকে ভালোবাসব

তবেই বাংলা নববর্ষ ১৪৩২ হবে অর্থবহ।
চলুন, নতুন বছরটাকে শুধু উৎসবে নয়, কাজে-মানুষে-বোধে সুন্দর করে তুলি।

আমরা এই একটা দিন ছাড়া বাকি দিন-মাস-বছর, পাশ্চাত্য সভ্যতার চাদরে ঢাকা থাকি।
কিন্তু কেনো তাহলে এই বহুরূপী দেহ-মন সাজ ?
আমাদের বাঙালির বাঙালিত্ব কোথায় ?
কোথায় দেশাত্মবোধ-দেশপ্রেম ?

এই দিনটা এলে মনে হয় মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যেনো আর নিজ ধর্মের মানুষ থাকে না; ইহুদি-নাসারায় পর্যবসিত হয় সব ।
নিজ নিজ ধর্মের সম্মানটুকুও রাখতে যানে কেউ।

আমাদের অস্তিত্ব পদপিষ্ট হতে থাকে, শতশত বাঙালির চরণে !!

তাই আসুন, 
শুধু একদিনের জন্য নয়, বরং সবসময়ের জন্যই বাঙালির বাঙালিত্বকে মনে-কায়ায় ধারণ করিঃ

"বর্ষবরণ নয়, বর্ষধারণ হোক"

🍃🍃🍃🍃🌺🍃🍃🍃🍃

একদিনের মঙ্গল শোভাযাত্রা আর একদিনের ফটোগ্রাফি-সৌন্দর্য যেনো আমাদের বাঙালীয়ানার সারাংশ না হয়। একদিন পাঞ্জাবি পরে ফেসবুক স্ট্যাটাস দিলেই জাতি হয় না বাঙালি। একদিন ইলিশ-ভাত খেলেই প্রেম হয় না বাংলার মাটির সঙ্গে। বাংলা নববর্ষ কি শুধুই এক উৎসব? না কি এটা আমাদের অস্তিত্বের একটি স্মারক? এই প্রশ্নটাই তো সবচেয়ে জরুরি।

নতুন বছরের প্রথম দিনটায় আমরা গায়ে রঙ তুলি, কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আনি, আর শহরের রাস্তায় হাঁটি মেতে—“এসো হে বৈশাখ, এসো এসো।” কিন্তু বৈশাখ কি শুধু আসার জন্য? না কি আমাদের ভিতরেও ঢোকার অধিকার থাকা উচিত তার? বৈশাখ শুধু জানালায় নয়, মনেও যদি হাওয়া না লাগে তবে তো সেই হাওয়ার নামকরণ অর্থহীন।

বছরের বাকি ৩৬৪ দিন আমরা কোথায় থাকি? সেই সময় কি আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, নিজের সংস্কৃতিকে ধারণ করি, নিজস্ব পোশাক, নিজস্ব গান, নিজস্ব ইতিহাসকে লালন করি? নাকি শুধু পাশ্চাত্যের আলোকে আলোকিত হবার ভান করি, আর নিজের শেকড়কে অন্ধকারে ফেলে দিই?

আমরা যেনো ভুলে না যাই—বাঙালি হওয়া শুধু পরিচয়ের গর্ব নয়, দায়িত্বও বটে। নববর্ষ আমাদের শিখিয়ে দেয়—পুরনোকে বিদায় দিয়ে, নতুনকে বরণ করার মানসিকতা। কিন্তু সেই নবজাগরণ যদি শুধু এক দিনের জন্য হয়, তবে তা তো কুসুম ফোটা শীতের সকালে—যা দুপুরে ঝরে পড়ে।

চলুন, ১লা বৈশাখ শুধু বর্ষবরণে সীমাবদ্ধ না রেখে বর্ষধারণের শপথ নিই। বাংলা হোক আমাদের প্রতিদিনের ভাষা, বাংলা গান হোক আমাদের প্রতিদিনের সঙ্গী, বাংলা সংস্কৃতি হোক আমাদের প্রতিদিনের চেতনা। পাঞ্জাবি-শাড়ির সৌন্দর্য হোক কেবল বাহ্যিক নয়, অন্তরেরও অলংকার।

আমরা যেনো একদিনের বাঙালি না হই—আমরা হই সারাবছরের, সারাজীবনের বাঙালি। বাঙালি হওয়া যেনো একটা ফ্যাশন না, বরং হোক ভালোবাসা। বাংলা নববর্ষ হোক উপলক্ষ নয়, হোক পরিচয়।।


[[ কলামে: জান্নাতুল ফেরদৌসী ]]




14.04.2025



Post a Comment

Previous Post Next Post