মাটির বসন
জান্নাতুল ফেরদৌসী
আমি খ্যাতির নায়ের মাঝি--
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
বিবেকের কন্ঠে ঢালি বোধের যত শরাব,
বরাঙ্গে সাজিয়ে তুলি নব খ্যাতির গৌরব।
বাহবা আসে তার জানা থেকে অজানায়,
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
কানাঘুষোর মঞ্চে চলে টিপ্পনীর ঘষা খোরাক,
বিন্দু ছাড়া পাতায় মেলে
উড়ে আসা শুন্যমাপের বিরাগ।
জ্ঞানে-গুনে,যশে-নামে পাল্লা যে হয় বোঝায়,
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
সঙয়ের মেলায় নয়া সাজে
বুলি আউড়ায় সবই,
নাম কি তবে যশের খাতায়
ক্ষণজন্মা হয়ে রয়!
ঠুনকো মাটির কায়ায় জ্বলে
রঙবেরঙের বাতি,
এক ফুঁ'তে নিভে যাবে তোমার শত খ্যাতি!
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।
একা পথের পথিক মোরা,
যাবে না'কো কেহ--
মাটির বসন জুটবে কায়ায়
থাকবে না'তো মোহ!
জানি আমি সবই জানি,সবই আমি বুঝি।।

👏
ReplyDeleteচমৎকার
ReplyDeleteঅসাধারণ 👏
ReplyDelete