দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে একটি "শশিভূষণ শিশু নিকেতন সর:প্রাথ:বি:,খুলনা সদর,খুলনা"
✍️কাজে,নিয়মে সরকারি,অথচ ২০১৩'সাল থেকে আজও পর্যন্ত নামে তার পরিবর্তন নেই👉"শশিভূষণ শিশু নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,খুলনা সদর,খুলনা।"
🤔এ কোন কায়দার বাংলাদেশ, যেখানে সব কর্ম মন্থর ঠেলাগাড়ি হয়ে চলে!
🧐সরকার এতো স্কুল তৈরি করছে,অথচ যেগুলো আছে, তার কোনো সংস্করণ নাই। উন্নয়ন স্থগিত থাকে।
🤷♀️বিরল প্রকৃতির বাংলাদেশ আমাদের।
👩👧👦কীসের ডিজিটাল, কীসের উন্নতি,কীসের দক্ষ নাগরিক গড়ার প্রতিশ্রুতি?
🤷♂️নিজনিজ আখের গোছানোই এখন দেশের রেওয়াজ হয়ে গেছে.......।
🙋♂️এর উন্নয়ন চায় আমজনতা,,,,,,