অবগাহন

 










  অবগাহন 

জান্নাতুল ফেরদৌসী


আধার নৈঋতে থেকে থেকে গুমর ধ্বনি, 

আগাম প্রকাশী ফেলে আসা নীলাদ্রি বাণী।

ক্ষনিকের সুখের মোড়ক উন্মোচন  করি-

দক্ষিণ বাজুবন্দ টেলর পটে ভবতারণ সরি।

আচমকা গদাম শক্তি সঞ্চয়ী বক্ষ যুগল;

লেলিহান লালসা তৃপ্তির বিষাদচূড়ায়,

শান্তির নিঃশ্বাস ছড়ায় শুভ্র ধোঁয়ায়!

প্রণয়ের অবগাহন করি জোট বাধা ঘাটে, 

করুণার নিন্দিত পাত্রে স্বর্ণের মুকুট আরশে

লিপিকা রাণী ঘেঁটু বাণ আঁকি চমক শরসে। 

গুন-গুন বাণীবন্ধনায় নীরব সিন্ধু ঠাঁই খোঁজে, 

সত্যের মহাগ্রন্থের সারমর্ম যেথায় বিরাজে।

অঞ্চল পাতি অমূল্য নিনাদ শশি সেতু কাটে -

ঝিরিঝিরি পত্রকুটে রক্তিমা আভাস ছাড়ি;

নির্ঘুম অকাল বেদি পটে।।


Post a Comment

Previous Post Next Post