নতুন ধাঁচে শিক্ষাক্রমঃ ২০২৩ V শিশুর শিখন অগ্রগতি(প্রাথমিক)









            নতুন আশা আর নতুন কিছু উদ্দীপনা নিয়ে,২১শ  শতাব্দীর ২৩তম বছর আজ আমাদের দোর-গোড়ায় ত্রিনেত্রে হাজির হয়েছে।

নতুন সাজে সজ্জিত হয়েছে প্রাথমিকের প্রথম শ্রেণির বই। 

প্রত্যেক সৃষ্টিশীল ব্যক্ত/বস্তুর নতুনত্বের মাঝেও কিছুনা কিছু ঘাটতি থেকে যায়। শ্রেণিভিত্তিক পাঠ্যপুস্তকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

প্রথম শ্রেণির প্রতিটি বই যেমন "ঋতুরাজ"-এ সজ্জিত হয়ে কচিকাঁচাদের হাওয়া দিচ্ছে,তেমনি অন্য শ্রেণির ফিটফাট কাভার পেজের ভিতরপাঠ "হাজার বছরের পদদলিত কাগজসাঁই"হয়ে শিক্ষার্থীদের সম্মুখ সমরে এসে হাজিরা দিয়েছে।

এমন নব-নবীনের সাথে আবার যুক্ত হয়েছে,"শিক্ষক ডায়েরি, শিক্ষার্থীর গাঠনিক-সামষ্টিক মূল্যায়ন ছক".......আরও কত কী....।

আমাদের পূর্বপুরুষেরা যখন পাঠশালে/গাছের তলে/মাঠে-ঘাটে লেখাপড়া করেছিলেন,তখন মনে হয়না এমন দামিদামি সাজসজ্জার/গেটাপ-সেটাপের কোনো স্থান ছিলো। তাদের শিক্ষাগ্রহণে, আজকের অতি সাজে সজ্জিত অভিসারী-অপসারী লেন্সের প্রয়োজন পড়েনি। তাদের সুশিক্ষার কাছে,বর্তমান/ভবিষ্যতের শিক্ষাদান-শিক্ষাগ্রহণের তুলনা অবান্তর।

তবে,নব সংস্করণের বইগুলো থেকে,শিশুবান্ধব পাঠ্যক্রম আমাদের শিশুদের মাঝে নতুন কিছু শিখনের পথ তৈরি করতে পারে, আশা করা যায়।

এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়;প্রাথমিক শিক্ষা স্তরের আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণ শুরু হয় প্রথম শ্রেণি থেকে। সেক্ষেত্রে ২০২৩সাল প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য " নবসৃষ্ট শ্রেণিপাঠ"।

বলাবাহুল্য এই নবসৃষ্ট শ্রেণিপাঠকে ফলপ্রসূ এবং সার্থক করে তুলতে বদ্ধপরিকর আমদের শিক্ষক মহল।আর এই শিক্ষক মহলের নজরও থাকতে হবে শিশুদের প্রতি।তবেই না নতুন শিক্ষাক্রমের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। 

কিন্তু বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এমনই যে,শুরুটা কেবল শুরুই থেকে যায়, সাজানো-গোছানো তরতাজা স্বপ্নজালে প্রস্ফুটিত হয়ে ওঠে না। 

এর মূল কারণঃ

(১) শিক্ষকদের আন্তরিকতার অভাব;

(২) অতিমাত্রায় বিদ্যালয়ভিত্তিক তথ্য প্রদানের হিড়িক ;

(৩) বিদ্যালয়মুখী শিক্ষকদের অবস্থান সার্বক্ষণিক না থাকা;

    যতোদিননা উক্ত সমস্যার সমাধান সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত নতুন করে যতই শিক্ষাক্রম-পাঠ্যক্রম চালু হোকনা কেন, শিশুদের শিখন দক্ষতা বৃদ্ধি/অর্জন অবগাহনে সমুদ্রস্থিত থাকবে। 

---কলামেঃ JF

সকল বিষয়ের পাঠ্যবইয়ের pdf লিংক

২০২৩ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক

"- - জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-" http://www.nctb.gov.bd/site/page/85da3a9e-fd7f-4b2f-be74-f8e6637ae785/-


Post a Comment

Previous Post Next Post