বিশ্বের বুকে সুখি দেশের তালিকায় বাংলাদের অবস্থান আজ১৫৬তম ; পূর্বে যেখানে ছিল১১৫তম ।কেন এতো অবনতি সোনার বাংলার !
কোথায় শাসনের সঠিক প্রয়োগ,আর কোথায় অপপ্রয়োগ । বিবেকবোধ,মনুষ্যত্ব আজ স্খলিত ।
আমাদের দেশের আইন-কানুন দেখে বড্ড হাসি আসে । কারণ আমরা মুখে এক প্রজাতির বাক্যব্যয় করি,আর কর্মে বিরলপ্রজাতির কর্ম সম্পাদন করি ।
আজ আমার বাড়ির পাশে অবস্থিত মেট্রোপলিটন থানার চালচিত্র তুলে ধরছি ।দেখুন কী বিবেকবোধ এই আইন-শৃঙ্খলা বাহিনীর ।এদের কাছ থেকে কীভাবে আমরা সঠিক বিচার আচার পেতে
পারি !
কোনো বাড়ির সম্মুখভাগে যদি এভাবে প্রতিনিয়ত আবর্জনার কারখানা করে,পরিবেশ দূষনের পাশাপাশি প্রতিবেশির নাক দূষণ,স্বাস্থ্য দূষণ করে চলে,তাহলে আমাদের দেশে পরিবেশ পরিচ্ছন্ন-সংরক্ষণ মন্ত্রী আইন কেনো আছে ?
কোনো এক পত্রিকায় লেখা ছিল-”সুপরিবেশ সুনাগরিকের জন্ম দেয়,আবার সুনাগরিক সুস্থ পরিবেশের জন্মদাতা ।”
এমন শৃঙ্খলিত বাক্য যেনো ঘুমের ঘোর হয়ে গেছে আজ ।
এতো শুধু কোনো এক স্থানের চিত্রপট তুলে ধরা হয়েছে ।বাংলাদেশের এমন‘বিবেকহীন ময়লার স্তুপ’ আমরা যত্রতত্র দেখতে পাই।
যুগের সাথে তাল মিলিয়ে আমরা যতখানি আপডেট হচ্ছি,তার থেকে বেশি আমরা আমাদের কৃষ্টিকে পদপৃষ্ঠ করে চলেছি।
একপলকে যত আইনী ব্যবস্থাঃ
এমন অগনিত আইন-কানুন আছে,যার প্রয়োগ 'রবি-শশী মুক্ত'
আসমানের মতন ।
আসমানের মতন ।
স্বীয় ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পাশাপাশি,দেশটাই না জানি
‘বডি শেমিং’ হয়ে যায় ।আসুন আমরা দেশ ও দশের মঙ্গল
কামনায় মনস্থির করি !!
কামনায় মনস্থির করি !!
Tags
যেখানে যেমন
