সজিনা ডাঁটা এবং পাতার গুণাবলীঃ
সৃষ্টিশীল সবকিছুর মধ্যেই রয়েছে,বহুবিধ গুণাবলি। সহজেই যা কিছু পাই,তার পিছনেই ছুটতে থাকি।কিন্তু হাতের কাছেই যে আমাদের প্রকৃতির অপার দান নিহত,তা দেখেও দেখিনা।তেমনই একটা ঔষধি গাছ "সজিনা"। এর রয়েছে হাজারো গুনাগুন।বিশেষ কিছু গুনগুন এখানে তুলে দেওয়া হলো-
★রক্তস্বল্পতা
★অন্ধত্ব
★হিক্কা
★বাত ব্যথা
★শ্লেষা
★হৃদরোগ এবং হজমে সমস্যা
★মচকে যাওয়া কোনো অঙ্গপ্রত্যাঙ্গ
★সর্দি-হাঁচি-কাশির সমস্যা
এমন নানাবিধ সমস্যায় " সজিনাডাঁটা এবং পাতা"খুবই উপকারী। মৌসুমি সবজি হিসেবে সজিনাডাঁটা এবং পাতা আমরা নিয়মিত খেতে পারি।
Tags
সুরক্ষা ঘর
