মুক্ত বিহঙ্গ

  


🕊️ মুক্ত বিহঙ্গ 🕊️

সৃষ্টিশীল সকল প্রজাতির সাথে,মানব জীবনের মিল খুঁজে পাই।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে,সত্যিই কি আমরা "স্বাধীন জাতি"?

দীর্ঘ ৯'মাসের রক্তঝরা সংগ্রাম করেও কি আমরা "স্বাধীন" হতে পেরেছি?

মুক্তির কোন ছোঁয়া আছে আমাদের মাঝে?-এত্তো এত্তো প্রশ্ন জাগে আজও মানব মনে!

➤মুক্ত পাখির মতো,শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে,উড়তে চায় মানব মন।সমাজের ছোট-বড়,উঁচু-নিচু,জাত-ধর্মর বৈষম্য,কোনো কিছুতেই আজও পরিবর্তন আসেনি।

বেড়েছে  সন্ত্রাস,চাটুকারিতা,তোষামোদি,গুম-খুন,আর  হাহাকার! 

আমাদের হারিয়েছে "মান+হুষ", মূল্যবোধ,বিশ্বাস,আস্থা,

শ্রদ্ধা-সম্মান । 

তবুও চলছে মানব জীবন,বহতা নদীর স্রোতের মত;

মানুষে মানুষে ভেদাবেদ,গীবত-সমালোচনা,অহমিকা আর শ্রেষ্ঠত্য নিয়ে।

🕊️🕊️


Post a Comment

Previous Post Next Post