আমাদের শিক্ষা ব্যবস্থার প্রথম স্তর প্রাথমিক শিক্ষা:

  


আমাদের শিক্ষা ব্যবস্থার প্রথম স্তর প্রাথমিক শিক্ষা:

( নিজস্ব প্রতিবেদকঃ জান্নাতুল ফেরদৌসী )

বাংলাদেশে  বিভিন্ন ক্যাটাগরির  প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।যেমন- কিন্ডারগার্টেন, রেজিস্ট্রার স্কুল,সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসকল প্রতিষ্ঠানে বিভিন্ন আঙ্গিকে শিশুদের প্রাথমিক শিক্ষাদান করানো হয়।কিন্তু  এসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি সত্যিই আমাদের কোমলমতি শিশুদের সঠিকভাবে শিখনকে মজবুত খুঁটিতে পরিনত করতে পারছে?

মুস্টিমেয় কিছু প্রভাবশালী/অর্থবান এবং মেধাবী  শিক্ষার্থীরা  ভালো পজিশনে চলে যায়, নিজেদের পারিবারিক সুবিধায়।

কিন্তু  বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য  মুস্টিমেয় কিছু শিশু কেনো  উন্নতশিক্ষার স্বাদ গ্রহন করবে?

হ্যা,সত্যি যে বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা অনেক যুগোপযোগী সংশোধন পেয়েছি শিক্ষায়।

কিন্তু তা আমাদের দরিদ্র দেশের অধিকাংশ ছেলেমেয়েদের জন্য  মোটেও  শিখনফল অর্জন উপযোগী নয়।কারণ-আমাদের শিক্ষাক্রম "মুখস্থ বিদ্যা",যা বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়েদের জন্য  আশানুরূপ সাফল্য নিশ্চিত করতে ব্যর্থ  হচ্ছে। 

আমাদের দেশের শিক্ষাক্রম এবং স্কুলগামী হওয়া শিশুদের বয়স,উন্নত দেশগুলোর মতো  তাল মিলিয়ে হওয়া উচিত। 

যে সকল শিশু, যেসব বিষয়ে আগ্রহী,তাদের সেসব বিষয়ে শিখনের ব্যবস্থা করা এবং তেমন শিক্ষাক্রম তৈরি করা । 

তাহলেই  আমাদের  দেশ " সোনার বাংলা " হয়ে  উঠবে  ''বিশ্বের  আরশিতে''।


Post a Comment

Previous Post Next Post