প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দানের যত হালচাল

  


 প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দানের যত হালচাল 


( নিজস্ব প্রতিবেদকঃ জান্নাতুল ফেরদৌসী )

যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড এগিয়ে চলেছে। তথ্য ও প্রযুক্তিতেও বাংলাদেশের নৈপুন্যতা আজ "বিশ্ব ছোঁয়া"-বললে ভুল হবেনা।

কিন্তু এই বিশ্ব ছোঁয়া কৃতিত্ব আমাদের প্রাথমিক স্তরের শিক্ষা ক্ষেত্রে কতটুকু সার্থকতা অর্জন করে চলেছে?

এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই,তাহলে আমি বলব ১০%। এই কারণে যে,আমাদের উন্নয়নশীল দেশে দিনমজুরের/দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যায় বেশি।কোনো শতকরার হিসাবে নয়,স্বাভাবিক হিসাব কষলেই তার চালচিত্র চোখে ভেসে আসবে।

দেশের নিম্নবিত্ত,মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত - এই ত্রিমাত্রিক সমাজ কাঠামোর মাঝে এগিয়ে চলেছে

" উচ্চবিত্ত"শ্রেণির ব্যক্তিবর্গ ৯০%। বাকি ১০% এর ৮% মধ্যবিত্ত শ্রেণির এবং  ২%নিম্নবিত্ত শ্রেণির ব্যক্তিবর্গ। আজ আমরা যুগের সাথে তাল মেলাতে গিয়ে,যে যেভাবেই পারছি লুফে নিচ্ছি নিজস্ব কৃতিত্ব। কিন্তু আমরা এটা ভাবছি না যে,আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোথায় ঠেলে দিচ্ছি। তারা তাদের সূতিকাগার/স্বকীয়তা/দেশাত্মবোধ/মূল্যবোধ,নীতিবোধকে কোথায় পদপৃষ্ঠ করছে। তারা

আধুনিকতার অহংকে ধূলায় মিলিয়ে নিজের নিজস্বতা কতটা স্খলিত করছে। সত্যিই কি আমরা আমাদের স্বকীয়তার মাঝে ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত বা শিক্ষা দান করছি? কতটা উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি আমরা তাদের মনমানসিকতার ? সত্যিই কি সভ্য জাতি হয়ে গড়ে উঠছে ?  আমরা কি তাদের দেশাত্মবোধের দীক্ষায় দীক্ষিত করে তুলছি ? সহবোধ জ্ঞান অর্জনে কত উন্নতি হয়েছে তারা,একবার কি ভেবে দেখেছি।

এর সাথে সম্পৃক্ত রাষ্ট্র,সরকার,নীতিমালা,সমাজ,পরিবার ইত্যাদি ব্যবস্থাপনা। "কর্তায় ইচ্ছায় কর্ম"-অতি পরিচিত এই বাক্যই হয়ে গেছে আমাদের সহজাত প্রবৃত্তির বাহন।

আরও একবার ভেবে দেখুন তো,আমার - আপনার মাঝে যে হিতাহিত জ্ঞান,বোধদয় বিরাজ করে,তার সিকি পরিমাণও কি আমদের প্রজন্মের ভিতর রেখাপাত করেছে ? "প্রশ্নের পর প্রশ্ন"- সত্যিই বিরক্তিকর।কিন্তু এই প্রশ্নগুলোই চরম সত্য। আমরা শিক্ষিত করতে গিয়ে,গড়ে তুলছি ভঙ্গুর,দেশাত্মবোধহীন প্রতিবন্ধী প্রজন্ম ; যেখানে শিষ্টাচার,নীতিবোধ-মূল্যবোধ,সচেতনতা,ভদ্রতার কোনো কানাকড়ি খুঁজে পাওয়া যায় না। 

শিক্ষা গ্রহণের প্রথম মূল ভিত্তি স্তর " প্রাথমিক বিদ্যালয়"।

যার সম্মান আমাদের দেশে সর্বনিম্নে। নাসারন্ধ্রে জ্বালা ধরায় এই স্তরের মান-মর্যাদা স্থাপনে। 

"নড়বড়ে ভিত্তিপ্রস্তর"- কীভাবে একটা সুস্থ জাতি উপহার দিতে পারে। জাতি তার নিজস্ব গতিতেই বহমান। কোন দিকে এগিয়ে চলেছে আমাদের দেশের নীতিবোধ? অন্ধকার ছাড়া আর কিছুই আমাদের সামনে দর্শনীয় নাই।

#নিজস্ব ব্লগ-https://khoborjal25.blogspot.com/

Post a Comment

Previous Post Next Post