''মানব মন: ভুলবুঝাবুঝির বাস্কেটে বন্দি একটুকর কাঁকর''
মানব মন এক অদ্ভুত যন্ত্র। আমরা ভাবি, বুঝি, সিদ্ধান্ত নিই—কিন্তু সেই সিদ্ধান্ত কতটা সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ মানব মন অনেক সময় বাস্তবতার চেয়ে নিজের তৈরি ধারণার ওপর বেশি ভরসা করে। আর এখান থেকেই জন্ম নেয় ভুলবুঝাবুঝি।
আমরা যা দেখি, তা কি পুরো সত্য?
একই ঘটনা দুইজন মানুষ ভিন্নভাবে দেখে। কারণ আমাদের দেখা কেবল চোখ দিয়ে নয়—দেখা হয় অভিজ্ঞতা, স্মৃতি আর মানসিক অবস্থার ভেতর দিয়ে। তাই কারও একটি সাধারণ কথা অন্যের মনে আঘাত হয়ে ধরা দিতে পারে। আসলে ঘটনাটি নয়, আমাদের ব্যাখ্যাই সমস্যা তৈরি করে।
অনুমান: ভুলের সবচেয়ে সহজ রাস্তা
মানুষ প্রশ্ন করার চেয়ে অনুমান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
—“ও নিশ্চয়ই এমনটাই ভেবেছে”
—“ও ইচ্ছে করেই এমন করেছে”
এই অনুমানগুলো প্রমাণ ছাড়াই মনে গেঁথে যায়। পরে মন সেই ধারণাকেই সত্য ধরে আবেগ তৈরি করে। এভাবেই মানব মন নিজেই নিজের ভুলবুঝাবুঝির বাস্কেট ভরতে থাকে।
শোনা কম, বলা বেশি
আমরা কথা বলতে ভালোবাসি, কিন্তু শুনতে চাই না। অন্যের বক্তব্য শেষ হওয়ার আগেই উত্তর প্রস্তুত থাকে। ফলে বোঝার সুযোগ নষ্ট হয়। সম্পর্ক, বন্ধুত্ব কিংবা দৈনন্দিন যোগাযোগ—সবখানেই এই না-শোনার অভ্যাস ভুল বোঝাবুঝিকে আরও গভীর করে তোলে।
তথ্যের ভিড়, বোঝার অভাব
আজ তথ্যের অভাব নেই, কিন্তু বোঝার অভাব প্রকট। অল্প পড়েই সিদ্ধান্ত, অল্প জানাতেই মতামত—এই প্রবণতা মানব মনকে আরও বিভ্রান্ত করে। ফলে সত্য আর ধারণার পার্থক্য মুছে যেতে থাকে।
মুক্তির পথ কোথায়?
ভুলবুঝাবুঝির এই বাস্কেট থেকে বেরোতে চাইলে কিছু অভ্যাস বদলানো জরুরি—
-
নিজের ভুল হতে পারে—এটা মেনে নেওয়া
-
অনুমানের বদলে প্রশ্ন করা
-
উত্তর দেওয়ার আগে মন দিয়ে শোনা
-
আবেগের আগে যুক্তিকে গুরুত্ব দেওয়া
-
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—সহানুভূতিশীল হওয়া
মানব মন নিখুঁত নয়, আর সেটাই স্বাভাবিক। কিন্তু সচেতন না হলে এই মন ভুলবুঝাবুঝির বাস্কেটে আটকে পড়ে। বোঝার ইচ্ছা আর মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সেই বাস্কেট ভেঙে বেরিয়ে আসা সম্ভব। তখনই মন হালকা হয়, সম্পর্ক পরিষ্কার হয়, আর জীবন একটু সহজ লাগে।
( J.F. )
[ 15.12.2025 ]
https://www.facebook.com/jannatul.ferdausi.82
https://toulot.com/n_members/ferdausi/
https://articleandstory.com/jannatul-ferdausi/
