''মা দিবস''

https://www.khoborjal25.blogspot.com/

"প্রতি আলোয় থাকে মা’র ছায়া…"

(জে,এফ,)


🕯️🕯️
যখন রাত নেমে আসে,
ঘরের কোণে একটি মোমবাতি জ্বলে ওঠে।
তার আলোটা ঠিক মায়ের মতো—
নরম, নীরব, কিন্তু গাঢ় আর নিঃস্বার্থ।

একটা শিখা…
যে কখনও বলে না সে পুড়ছে,
শুধু আলো দিয়ে যায়—
আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য।

মা,
তুমি প্রতিটা আলোয় আছো—
যখন আমরা পথ হারাই,
তুমি আলো হয়ে পথ দেখাও।

তুমি মোমবাতি নয়,
তুমি সেই হাত…
যে নিঃশব্দে জ্বালিয়ে যায় আলো,
আর পেছনে দাঁড়িয়ে থাকে, হাসিমুখে।
🕯️🕯️



🌸 মা দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসা—
আলোকছায়া – প্রতিটি শিখা শুধু আলো নয়, একেকটা "মা"র গল্প
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️


১১.০৫.২০২৫

https://www.facebook.com/jannatul.ferdausi.82/



Post a Comment

Previous Post Next Post