কবিতা: অনিমেষ শ্যামা চন্দ্রা












"অনিমেষ শ্যামা চন্দ্রা”

জান্নাতুল ফেরদৌসী

চুপ থাকা অপলক দৃষ্টিতে,
দেখেছো কি জগতের কৃষ্টিতে —
শ্যামা চন্দ্রায় অংকিত প্রাচীন মৃত্তিকালয় ?
কালো-সাদায় ঢেকে থাকা মোড়ক,
উন্মোচিত বক্ষ ভেদি
চলমান-চিত্রে ধারণ করি,
অনিমেষ চন্দ্রিকা গুটিসুটি নিরাকুলে
ঢেলে সাজায় মাত্রা সড়ক।
খোঁজ তার রাখে কে;
নিশীথের আঁধারে শ্বাস ফেলে
আভা ছড়ায় যে !
সাদা-সোনার পটভূমে আপন মনে,
একতারে বাঁকা সুর ছড়িয়ে দেয়
জগদ্ধাত্রীর কোলে।
বিরামহীন কর্মযজ্ঞে ব্যস্ত পথে,
ভাঙনের গীত সাধে —
বিবর্তনের নবতর দ্বারের আশায়।

Post a Comment

Previous Post Next Post