"বাণী-কর্ম-সত্যতা"
যদি কোনো একসময় ঘড়ির কাঁটার উল্টো ঘূর্ণনে, তোমায় যেতে হয় সীমাহীন পথচলায়;তবে তুমি দেখতে পাবে তোমার চতুষ্কোণে থাকা আবশ্যকীয়-অনাবশ্যকীয় শুভাকাঙ্ক্ষীদের সুদে-আসলে মোড়ানো চেহারার নকশা।
———–তুমি ভেবে থাকো,”কতটা আপনজনইনা আমার।”
নিছক ধোঁকা বাণীপাঠ ভাবনা সে তোমার !!
কেননা,তুমি সেখানে আত্মতৃপ্তি কেবলই ফেলে এসেছো,গড়ে দাওনি কোনো স্মৃতি ভাস্কর। হয়তো তোমায় স্নেহ-ভালোবাসার গীতিমাল্য পরিয়েছে একপয়সার,যা তুমি হাজার মুদ্রায় করেছো গ্রহণ।
নির্বাক-ধূসর শূন্যতা রেখা টানতে ভূমিকায় থাকে,তুচ্ছ জনপদ। তবুও তুমি বেঁধে রেখেছো বিনেসুতোর লাটাই রাখী।
বিরক্তি আর সমালোচনার মুখপাত্র তুমি;কেননা নগদে-তোষামুদে শুন্য তাপমাত্রায় ভবন গড়েছো সেথায় !! – JF
