💻ল্যাপটপ💻
- JF
আমি মানব তৈরি যন্ত্র,
সুখ-স্বপ্ন-শখ-আহ্লাদ আছে যত --
হাতে গড়া যেনো তাদের মন্ত্র;
আমি মানব তৈরি যন্ত্র।
শখের বসে কিনেছো আমায়,
শিখেছো কত জানা-অজানা তন্ত্র।
নাম কামিয়ে,যশ ছড়িয়ে করেছো মুগ্ধ,
আজ আমায় দিয়েছো ফেলে,হয়েছ তুমি দগ্ধ !
কী ছিল দোষ আমার ! শিহরণ জাগে হাজার,
আসেনি কাঁপন, লাগেনি ঝটকা
ভাঙা বুলি আর তারের চটকা ;
মিলাতে কি পেরেছ ছন্দ-তালের বাজার !
গোলমেলে তাঁবুতে ভরা কিছু ষড়যন্ত্র,
তাদেরই মাঝে আমি মানব তৈরি যন্ত্র।।
🤔🤔🤔💻🤔🤔🤔
Tags
আমিত্ব
