বাচন
-জান্নাতুল ফেরদৌসী
আজ তুমি যেখানে দাড়িয়ে
করেছো হুকুম খরচ,
ভেবে কি দেখেছো;
জায়গাটা তোমার নয়,
ক্ষণিকের বাচন সভা,
সাথে রবে কেবলই
তোমার সুবচন আভা!
ফেলে রাখো সব
ধার করা সুদ্ধাচার,
পাশে রেখো কেবলই
তোমার আচার।
দেখাতে চাও যা,
মনে রেখো ---
কাঁচ কাটা হিরা তা;
ক্রম ভুলে বেঁধো না সাথে,
নিয়েছো তুলে যা হাতে !
সাত রঙে ঢাকা যত স্বপ্ন জোট,
বিনি সুতোয় আঙুল তুলে
এঁকে দিও তুলে রাখা ত্রিপট।
এনো না কিছু মনে,
ভাবুক বশে পাশ কেটে
থেকো নিজো সনে ।।
Tags
আমিত্ব
