https://www.khoborjal25.blogspot.com/
**জীবন ও মৃত্যুর মাঝখানে**
( জান্নাতুল )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জীবন—
একটি নাম, একটি ডাকে সাড়া দেওয়া,
একটু আলো, একটু ছায়া,
একটু হাসি, একটু কান্না।
শৈশবে রঙিন ঘুড়ি,
যৌবনে উত্তাল সমুদ্র,
বার্ধক্যে ধুলোপড়া অ্যালবামের গল্প।
মৃত্যু—
নিস্তব্ধ এক দিগন্ত,
একটি নিঃশ্বাসের চিরতরে স্তব্ধ হয়ে যাওয়া।
সাদা কাফনের মোড়কে মোড়ানো এক শূন্যতা,
যেখানে আর কোনো শব্দ নেই,
নেই কোনো তৃষ্ণা, কোনো আকুলতা।
তবুও জীবন মৃত্যুকে ডাকে,
মৃত্যু জীবনের ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করে।
একটি পথ পেরিয়ে আরেকটি পথ,
একটি বিদায় পেরিয়ে আরেকটি আগমন।
