**অনুগল্প**ধোঁকার ফাঁদ: ( জান্নাতুল_ফেরদৌসী )

https://www.khoborjal25.blogspot.com/
**প্রতিনিয়ত আমরা দুনিয়ার কোনো না কোনো, গোলক-ধাধায় জড়িয়ে পড়ি। কিন্তু জড়ানোর আগে একদমই মনে হয় না যে, তা ঠিক না-কি ভুল। তখন মনে হয়, এটাই সঠিক। তাতে কোনো ভুল নেই। 
আর এটাই দুনিয়ার জটিল বাস্তবতা। এই রঙ্গমঞ্চ থেকে পরিত্রাণের উপায় আমাদেরই খুঁজে বের করে নিতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে সঠিক পথ বেছে নিতে, সঠিক সিদ্ধান্তে উপনিত হতে।

এমনই এক ভাবধারায় লেখা আমার এই অনুগল্প।  
আসুন , সবাই পড়ি আর সঠিক পথে চলি.................


**অনুগল্প**

👺ধোঁকার ফাঁদ 👺
( জান্নাতুল_ফেরদৌসী )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


💁রুমানা ছোটবেলা থেকেই খুব সরল মেয়ে। নামাজ-কালাম পড়ে, কাউকে কষ্ট দেয় না, মা-বাবার আদেশ মেনে চলে। কিন্তু তার এক দুর্বলতা ছিল—সে খুব সহজে মানুষের কথায় বিশ্বাস করত।

একদিন বিকেলে সে বাড়ির উঠোনে বসে কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ পাশের বাড়ির রুনা আপা এসে বলল,
— "রুমানা, তোকে একটা জিনিস দিতে হবে, এতে তোর অনেক সওয়াব হবে!"

রুমানা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
— "কি জিনিস, আপা ?"

রুনা ফিসফিস করে বলল,
— "তোর আম্মুর আলমারির চাবিটা একটু এনে দে, আমি কিছু দরকারি জিনিস নিয়ে যাব। আল্লাহর ওয়াস্তে দে, এটা তোর জন্য সওয়াবের কাজ হবে!"

রুমানা দ্বিধায় পড়ে গেল। মায়ের অনুমতি ছাড়া কিছু নেওয়া তো চুরি ! কিন্তু রুনা আপা বলল, এটা সওয়াবের কাজ। সে মনে মনে ভাবল, "হয়তো আপা ঠিকই বলছে। আল্লাহর নামে কিছু করলে তো খারাপ হওয়ার কথা না!"

সে আলমারির চাবি এনে রুনা আপাকে দিল। কিছুক্ষণ পর যখন মা ঘরে এলেন, তখন দেখলেন, আলমারির টাকা-পয়সা উধাও!
মা রেগে গিয়ে জিজ্ঞেস করলেন,
— "রুমানা! আলমারির চাবি কে নিয়েছিল ?"

রুমানা কাঁদতে কাঁদতে বলল,
— "রুনা আপা বলেছিল, এটা নাকি সওয়াবের কাজ!"

মা তার মাথায় হাত রেখে বললেন,
— "বাবা, আল্লাহর সৃষ্টি পবিত্র, কিন্তু শয়তান মানুষকে ধোঁকায় ফেলে পাপ করায়। সত্য-মিথ্যার পার্থক্য বোঝার জন্য আমাদের বুদ্ধি দিয়েছেন। শয়তানের ধোঁকায় পড়ে কখনো ভুল সিদ্ধান্ত নিও না!"

রুমানা তখন বুঝতে পারল, অন্ধভাবে বিশ্বাস করলেই সবকিছু সঠিক হয় না। সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে হবে, নইলে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ পাপ করে ফেলে।


#গল্পের_নৈতিকতা:

আল্লাহর সৃষ্টি পাপমুক্ত, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে মানুষকে পাপে ফেলতে চায়। তাই প্রতিটি কাজ করার আগে ভাবতে হবে, এটি সত্যিই সওয়াবের কাজ কি-না, না-কি শয়তানের ধোঁকা !!


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


[০৪/০৩/২০২৫]

2 Comments

Previous Post Next Post