https://www.khoborjal25.blogspot.com/যুগ তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। কিন্তু মানুষের মনুষত্ববোধের যেনো কোনো উন্নয়ন ঘটেও ঘটছে না।
কোথায় যাচ্ছে পৃথিবী ?
এ প্রশ্ন আমার,আপনার, সবার। এমন ভাবধারাকে সামনে রেখে আমার স্বরচিত কবিতাঃ
কবিতা: কী চাও, নষ্ট পৃথিবীর মানুষগুলো?
কবি: জান্নাতুল ফেরদৌসী
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
— ( এক ক্লান্ত আত্মার আর্তনাদ )
কী চাও, নষ্ট পৃথিবীর মানুষগুলো?
কোন প্রাচীর গড়ে নিতে চাও বুকের ভেতর?
রক্ত-মাখা হাত তুলে, চোখে ছলছল ধোঁয়াশা,
সংকীর্ণ মন আর বিষাক্ত স্বপ্নের ছায়ায়
আরও কতটুকু কালো করবে আকাশ?
তোমরা কি শান্তি চাও, নাকি কেবল শব্দের খেলায় মেতে থাকো?
সাদা পাতার বুকে রক্ত ছিটিয়ে
নির্বিকার মুখে বেঁচে থাকো, যেন কিছুই হয়নি?
তোমাদের চিৎকারে ঢেকে যায় দুর্বলের কান্না,
তোমাদের উচ্চ স্বরে হারিয়ে যায় নীরব সত্য।
কেন তোমাদের ভালোবাসার রঙ ধূসর?
কেন তোমরা হাত বাড়িয়ে স্পর্শ করো না ভয়ার্ত শিশুর চোখ?
ভুলে গেছো কি—তুমিও কোনোদিন কেঁদেছিলে?
তুমিও কোনোদিন কারো আশ্রয় খুঁজেছিলে
তবু আজ পরিণত হয়ে দাঁড়িয়েছো এক অদৃশ্য পাষাণ!
তোমরা কি সুখ চাও, নাকি শুধু মোহের পেছনে ছুটে চলা?
ভাঙা শহর, পোড়া ঘর, নিঃস্ব জনপদ—
তাদের কান্না কি ছুঁয়ে যায় না তোমাদের হৃদয়?
নাকি হৃদয়ও এখন পাথর হয়ে গেছে?
তোমাদের দম্ভ, তোমাদের ক্ষমতা,
নিমিষে মুছে যাবে ধুলোয়, জানো তো?
এই নষ্ট পৃথিবীর নষ্ট আলোয়
তোমরা হয়তো জয়ী, কিন্তু মানুষ কি বেঁচে আছে?
কী চাও, নষ্ট পৃথিবীর মানুষগুলো?
একটু ভালোবাসা, নাকি আরও অন্ধকার?
তোমরা কি সত্যিই জানো,
কী চাও?
[ ১০.০৩.২০২৫]
