(নিজস্ব প্রতিবেদন) বই বিতরণ উৎসবঃ২০২৩

  



অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বই বিতরণ উৎসব-২০২৩।

এবছর বহুবিধ প্রতিকূলতার মুখোমুখি হয়েও কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।(নিজস্ব প্রতিবেদন) বই বিতরণ উৎসবঃ২০২৩

যদিও শ্রেণি অনুযায়ী এবছর সম্পূর্ণ বই বিতরণ সম্ভব হয়নি, তারপরও অসম্পূর্ণ বিষয়ভিত্তিক বই পেয়ে শিক্ষার্থীরা খুশি ছিল। 

তবে,বই প্রাপ্তি এবং বিতরণের মাঝেও কিছু ফাঁকফোকর লক্ষণীয়।যেমনঃ

১. প্রতিবারের ন্যায় এবারও বইয়ের মুদ্রিত কাগজ নিম্নমানের; 

২.কিছুকিছু অভিভাবকদের মাঝে,অসম্পূর্ণ বই বিতরণ বিরক্তিকর ;

৩.নতুন শিক্ষাক্রমের আলোকে কেবলমাত্র প্রাথমিকের প্রথম শ্রেণির বই মুদ্রিত হয়েছে ;

৪.পূর্বের ন্যায় এবারও পুরাতন ছাঁচে বই প্রকাশ,যেখানে নতুন শিক্ষাক্রমে ১ম-৫ম শ্রেণিতে বিষয় নির্ধারণ করা হয়েছিল ৮'টি।এমনকি বইয়ের নামও অপরিবর্তনীয়। 

সবকিছু মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার আশু আরোগ্য অন্ধকারাচ্ছন্ন। আমরা এর পরিবর্তন আশা করছি। 

-কলামেঃ জান্নাতুল ফেরদৌসী(সশিঃ)

Post a Comment

Previous Post Next Post